ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

নীলফামারী: জেলা শহরের শান্তিনগর (কানছিরার) এলাকা থেকে মিলন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম।

এলাকাবাসী জানায়, নিজ ঘরে মিলনের ফাঁস লাগানো মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলনের বাবা মোমিন ও সৎ মা লিজাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মমিন পেশায় একজন মিস্ত্রি ও লিজা অন্যের বাসায় কাজ করেন।

এ বিষয়ে ওসি মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা প্রতিবেদন আসলে বলা যাবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।