ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঢামেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, এপ্রিল ২৯, ২০২৩
ঢামেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজু ইসলাম (২১) নামে এক ছাত্র ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছে।

শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে সূত্রাপুর নারিন্দার ম্যাচ থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাজুর রুমমেট শরিয়তুল্লাহ বলেন, তারা নারিন্দা কাচাবাজার চিনিটুকরা মসজিদের পাশে একটি পাঁচতলা বাসায় ম্যাচ করে থাকে। রাজু জগন্নাথ বিশ্ববিদ্যায়ে ইংরেজি প্রথম বর্ষের পড়তো। রাজু বাড়ি পঞ্চগড় জেলায়।  

তিনি আরো বলেন, ঈদের ছুটি কাটিয়ে আজকে বিকালে গ্রাম থেকে ঢাকায় আসে রাজু। ম্যাচে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জর(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
 
ওই শিক্ষার্থীর বাড়ি পঞ্চগড় জেলায়। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে চিকিৎসকের ধারনা অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এজেডএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।