ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাংশায় বাড়ি ফেরার পথে শিক্ষককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১, ২০২৩
পাংশায় বাড়ি ফেরার পথে শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নে ইব্রাহিম মণ্ডলের ছেলে।

তিনি পাংশা পাইলট গার্লস হাই স্কুলের সহকারী গ্রন্থাগারিক ছিলেন ও শিক্ষকতার পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু জানান, মিজান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজান নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।