ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৮১ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ২, ২০২৩
৮১ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদকবিক্রেতা চক্রের হোতা মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীমকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (২ মে) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক জাহাঙ্গীর মূলত একজন মাইক্রোবাস চালক। তিনি দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালনোর আড়ালে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

জাহাঙ্গীরের মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০২, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।