ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ২, ২০২৩
কুষ্টিয়ায় ট্রাকচাপায় বাইকার নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসাইন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০২ মে) বিকেল সাড়ে ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ডের কাছে তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মিরপুর বাজার এলাকা থেকে টাইলস এর কাজ শেষ করে মোটরসাইকেলে করে অঞ্জনগাছি এলাকায় বাড়ি ফিরছিলেন হোসাইন। পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এসময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হোসাইনের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।