ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৩, ২০২৩
শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া নসরতপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে কালা মিয়া মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয় দিকে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

ওসি নাজমুল জানান, পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি আটক করার পর চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।