ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ৩, ২০২৩
ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের কয়রদোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের বাসিন্দা ও ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক ছিলেন।

জানা গেছে, ধীরেন্দ্রনাথসহ বোরো ধান কাটা ও মাড়াইয়ের বেশ কিছু শ্রমিকের একটি দল কৃষকদের ধান ক্ষেত চুক্তিতে কেটে মাড়াই করে দেন। এমনিভাবে বুধবার দুপুরে এক কৃষকের ধান কাটতে স্থানীয় কয়ারদোলায় যান ধিরেন্দ্রনাথসহ অন্য শ্রমিকরা। এ সময় ধান কাটতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ধীরেন্দ্রনাথের মৃত্যু হয়।

চলবলা ইউনিয়ন পরিষদের সদস্য শৈলান চন্দ্র রায় বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।