ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে নিয়ে যা বললেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৩, ২০২৩
শেখ হাসিনাকে নিয়ে যা বললেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি টুইট করেছেন। এর সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট করেছেন।

টুইটে টেম্বন লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় উপস্থিতিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের প্রভাবশালী অংশীদারত্বের ৫০ বছর উদযাপন করছি।  

তিনি আরও লেখেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়ন সাফল্যের গল্প। এর অনেক ভালো উদাহরণ রয়েছে যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে।

এর আগে সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এ ঋণ দেওয়া হবে।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের কাছে পদ্মা বহুমুখী সেতুর একটি ছবি তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।