ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিকল্পধারার মান্নানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
বিকল্পধারার মান্নানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নানসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ মে) দুদকের উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। মেজর (অব.)মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন- ঋণগ্রহীতা ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমান ও বিআইএফসির আরও ৯ কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিআইএফসির সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমানের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৫ কোটি ৫০ লাখ টাকা টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করে তা আত্মসাৎ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঋণগ্রহীতা ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমান বিআইএফসির কর্মকর্তা ও বোর্ড সদস্যদের অন্যায়ভাবে প্রভাবিত করে পৃথক দুটি ঋণ চুক্তির মাধ্যমে ১৫ কোটি ৫০ লাখ আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ করেছেন, সুদাসলে যার বর্তমান স্থিতি ২১ কেটি ৩১ লাখ ১৫ হাজার ২৫০ টাকা।

এ পর্যন্ত মেজর মান্নান, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে দুদক। এই দশ মামলার মধ্যে দুটি মামলার চার্জশিট দিয়েছে দুদক। বাকি মামলাগুলো রয়েছে তদন্ত পর্যায়ে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।