ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় টিউবওয়েলের টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
শার্শায় টিউবওয়েলের টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির সুপারিশ

ঢাকা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শার্শা উপজেলায় টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৩ মে) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ 

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে টাঙ্গাইল সমবায় সমিতিতে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সরকার বাদী মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়।  

এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেবে শার্শা উপজেলায় টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির সুপারিশ করা হয়েছে।

এ বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, বিল-২০২৩ ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বিল-২০২৩ এর ওপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।  

বৈঠকে মিল্কভিটার সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।