ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবশেষে ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘খোঁড়া মিজান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
অবশেষে ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘খোঁড়া মিজান’

সাতক্ষীরা: সাতক্ষীরার কুখ্যাত মাদক কারবারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান (৪০) ওরফে ‘খোঁড়া মিজানকে’ নড়াইল থেকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমাণ্ডার মেজর গালিব এ তথ্য জানান।

 

এর আগে বুধবার (৩ মে) বিকেলে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইনসান আলী সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে মেজর গালিব জানান, ২০১৩ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ খুলনার খালিশপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন মো. মিজানুর রহমান (৪০) ওরফে খোঁড়া মিজান। কিছুদিন পরই তিনি জামিনে মুক্ত হন। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ওই মামলার বিচার শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। তবে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার (৩ মে) তাকে আটক করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।