ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু  ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নে পৃথক পৃথকভাবে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

 

বজ্রপাতে মৃতরা হলেন- শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এছাড়া চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রফিকুল এবং দেবীনগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসারুলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।