ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোয়াজ্জেমের স্ত্রী সালমা বেগম জানান, তারা জামতলা হেলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পাশেই লিয়াকত কমিশনারের বাড়িতে দারোয়ানের চাকরি করতেন তার স্বামী। বিকেলে একই এলাকার এক বাড়িওয়ালি তাকে ডেকে নিয়ে যান গাছ থেকে আম পাড়ার জন্য। উঁচু গাছটিতে ওঠে আম পাড়ার শেষ পর্যায়ে নিচে পড়ে গুরুতর আঘাত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।