ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার, ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে গেছে। বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাবির প্রান্তিক গেট সংলগ্ন মহাসড়কে ঢাকা-আরিচা রুটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৯৫৯) আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ট্রাকের চালক, হেলপার ও মালিকপক্ষের কেউ এখনো আসেনি ৷ ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।