ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেনের মাসিক টিকিট যেভাবে পাবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ৫, ২০২৩
ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেনের মাসিক টিকিট যেভাবে পাবেন -ফাইল ছবি

ঢাকা: ঢাকা-জয়দেবপুর রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনের যাত্রীদের জন্য মাসিক টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা ১৫০০ টাকার মাসিক এই টিকিট সংগ্রহ করতে পারবেন কমলাপুর ও জয়দেবপুর রেলস্টেশন থেকে।

ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে দিনে দুইবার চলাচল করা যাবে এ টিকিটের মাধ্যমে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, মাসিক এই টিকিট যাত্রীরা কমলাপুর ও জয়দেবপুর থেকে কাটতে পারবেন।

এদিকে রেলওয়ের মাসিক টিকেট বিক্রির এ সিদ্ধান্তে উচ্ছ্বসিত এ রুটের যাত্রীরাও। তবে টিকেটের মূল্য বেশি হওয়ায় কিছুটা অসন্তোষ তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াজ হাসান নামে একজন লিখেছেন, ১৫০০ টাকা একটু বেশি মনে হয়েছে। ১০০০ টাকা হলে ভালো হতো টিকেটের মূল্য।

>>> আরও পড়ুন: ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেনে মাসিক ভাড়া ১৫০০ টাকা

বাংলাদেশ সময়: ২১৫১, ৫ মে, ২০২৩   
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।