ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
কমলাপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কমলাপুরে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (০৭ মে) বেলা ১১টার দিকে এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

যুবককে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক মো. রাসেল জানান, কমলাপুর মোড় থেকে এক ট্রাফিক সার্জেন্ট আহত ব্যক্তিকে তার গাড়িতে উঠিয়ে দেন ও আরেক পথচারীর মাধ্যমে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে ওই পথচারী পালিয়ে যান। পরে তিনি একাই আহত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।  

রাসেল আরও জানান, দুর্ঘটনায় আহত হয়ে ওই যুবক মারা গেছেন বলে শুনেছি, তবে বিষয়টা অস্পষ্ট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় অটোরিকশাচালক বিস্তারিত কিছু জানাতে পারেননি। থানা পুলিশকে ঘটনাটি দেখার জন্য জানানো হয়েছে। তবে নিহত ব্যক্তিকে দেখে ভবঘুরে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।