ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডেমরায় বাসায় মিলল গৃহবধূর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, জানুয়ারি ২০, ২০২৫
ডেমরায় বাসায় মিলল গৃহবধূর মরদেহ

ঢাকা: রাজধানীর ডেমরার একটি বাসা থেকে জান্নাতি আক্তার মুন্নি (১৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০জানুয়ারী) দুপুরের দিকে ডেমরা  ঢালিবাড়ি এলাকার বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মৃত জান্নাতি বরগুনা জেলার আমতলি উপজেলার আবুল বাসার আকন্দের ছেলে। বর্তমানে ডেমড়া সুকুরশি এলাকায় স্বামী নাজমুল হাওলাদারের সাথে থাকতো।

হাসপাতালে জান্নাতির শ্বশুর কামাল হোসেন জানান, ডেমড়া এলাকায় থাকেন। গত পাঁচ মাস আগে প্রেমের সম্পর্ক করে নাজমুল জান্নাতিকে বিয়ে করে। নাজমুল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে। আজ সকালে নাজমুল বাসায় কম্পিউটার চালাচ্ছিল। এ সময় জান্নাতী এসে হঠাৎ করে কম্পিউটার বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর নাজমুল  কাজে বের হয়ে যায়। আমি নিজেও বাইরে চলে যাই। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দেখি জান্নাতি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজরাই ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে পুলিশ খবর দেই।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, খবর পেয়ে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে জান্নাতি নামে ওই মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।