ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ভাইদের হামলায় ৪ বোন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৭, ২০২৩
ফরিদপুরে ভাইদের হামলায় ৪ বোন আহত

ফরিদপুর: ফরিদপুর শহরে পারিবারিক সম্পত্তির কলহের জেরে ভাইদের হামলায় চার বোন আহত হয়েছেন।  

শনিবার (০৬ মে) রাত ৮ টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন - নাসিমা জাহান, বর্ণা রহমান, লাবন্য রহমান, ফাহিমা রহমান। এদের মধ্যে নাসিমা জাহানের অবস্থা গুরুতর।

হামলাকারী  ভাইয়েরা হলেন - আরিফ মন্ডল,  বাবু মন্ডল, লাভলু মন্ডল, আনিস মন্ডল

এই ঘটনায় কোতয়ালি থানায় আহতদের পক্ষে বন্যা রহমান একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোহ সূত্রে জানা যায়,  আহতদের মা হালিমা খাতুন তার নামীয় সাড়ে ৪ শতাংশ জমি দুই মেয়ের নামে বাড়ি করার জন্য লিখে দেন এবং সেখানে তারা বাড়ি করে বসবাস করছেন।  

আর এতে ক্ষুব্ধ হয় তাদের পাঁচ ভাই।  ভাইয়েরা প্রায় সময় ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন।  

বিষয়টা নিয়ে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সালিশ বসান বোনেরা। এতে আরও ক্ষেপে গিয়ে বোনদের ওপর হামলা করেন ভাইয়েরা।  

তাদের ভাই আরিফ,  বাবু , লাভলু ও আনিস দেশীয় অস্ত্র নিয়ে চার বোনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তের ভার আমার ওপর পড়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক সম্পত্তির জেরে ভাইদের হামলায় চার বোন গুরুতর আহত হয়েছেন।  তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্তের ভিত্তিতে এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।