ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আলিম উদ্দিন খানকে (৭৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিম উদ্দিন খান গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।

রোববার (৭ মে) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে এ দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৬ সালের পাগলা থানার সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ৬ এপ্রিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ছয় বছরের বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।

এরপর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলিম উদ্দিন খানসহ মামলার আট আসামিকে কারাদণ্ড দেন। এর মধ্যে আলিম উদ্দিন খানসহ পাঁচজনকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

ওসি রাশেদুজ্জামান আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।