ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ৮, ২০২৩
ঢামেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০৮ মে) এই তথ্য নিশ্চিত করেন হাসপাতালে পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি জানান, ৩১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় হাসপাতালের লোকজনদের পোশাক পরিবর্তন করার রুমে ভিতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুনের ঘটনা ঘটে। তবে হাসপাতালে লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নার্স নাসরিন আক্তার জানান, আমাদের ড্রেস চেঞ্জ করার রুমের ভেতরে থাকা ছোট রুমটিতে আগুন লাগে। আগুনের কারণে ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ওয়ার্ডে থাকা রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, রুমের মধ্যে একটি টেবিল, আমাদের কাপড়-চোপড় ও অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান ছিল। ওই টেবিল ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে ওই ফ্যান থেকেই আগুন লেগেছে।

এরআগে, ঢাকা মেডিকেল হাসপাতাল বহির্বিভাগের ৩১০ নম্বর ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের বহির্বিভাগের ৩১০ নম্বর ওয়ার্ডে আগুনের সংবাদ পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আগুনের খবর পাওয়া গেছে বিকেল পৌনে পাঁচটায়।

এর আগেও হাসপাতালে বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।