ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দিঘিতে অবমুক্ত ২৫ লাখ রেণু, পাচারকারীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
দিঘিতে অবমুক্ত ২৫ লাখ রেণু, পাচারকারীর জরিমানা

বরিশাল: বরিশালে চিংড়ি রেণু পাচারকালে ট্রাকসহ আটক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ রেণুগুলোকে ঐতিহাসিক গজনির দীঘিতে অবমুক্ত করা হয়।

সোমবার (০৮ মে) ভোরে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেতু এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ চিংড়ি রেণুসহ ওই ট্রাক চালককে আটক করা হয়। দণ্ডিত ট্রাক চালক আল মামুন (২৮) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশনের একটি দল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেতু এলাকায় অবস্থান নেয়। পটুখালী থেকে বাগেরহাটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪ ড্রাম ভর্তি ২৫ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

পরে আটক ট্রাক চালককে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম চালককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড দেন।

চালক জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন। উদ্ধার করা চিংড়ি রেণু সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের গজনি দীঘিতে অবমুক্ত করা হয়েছে।

আদালতকে সহায়তা করা মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস বলেন, উদ্ধার করা চিংড়ি রেণু ভোলা ও পটুয়াখালী এলাকার বিভিন্ন নদী থেকে ধরা হয়েছে। এসব চিংড়ি রেণু খুলনা ও বাগেরহাট অঞ্চলে পাচার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।