ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় ‘তুরাগ সিটি সার্ভিস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই ঘাতক চালককে আটকসহ ওই বাসটি (ঢাকা মেট্রো-ব, ১৩-০৩৭৮) জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।