ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
কুড়িলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

মঙ্গলবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকার ফ্লাইওভার সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা বলেন, সকাল পৌনে ৮টার দিকে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিল তিনি। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির পরনে ছিল সাদা নীল চেক শার্ট ও কালো চেক লুঙ্গি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।