ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
ধামইরহাটে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত সাইফুল ধামইরহাট সদর ইউনিয়নের শিবপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি ধান বোঝাই ট্রাক্টর জগদ্দল বাজারের দিক থেকে সাতআনা গ্রামের দিকে যাচ্ছিল। পথে সাইকেল আরোহী সাইফুল ইসলামের সঙে ধাক্কা লাগলে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। পরে থানা পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।