ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরের সামনে তিন হাজার ‘টাপেন্টাডল’সহ একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ১০, ২০২৩
বিমানবন্দরের সামনে তিন হাজার ‘টাপেন্টাডল’সহ একজন গ্রেপ্তার টাপেন্টাডল

ঢাকা: রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ হাজার টাপেন্টাডলসহ মহিউদ্দিন মহিম নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।