ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কৌশলে শরীরে বাঁধা ছিল ২ কোটি টাকার সোনা

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ১০, ২০২৩
কৌশলে শরীরে বাঁধা ছিল ২ কোটি টাকার সোনা

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ছোট-বড় ৯টি স্বর্ণবারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। স্বর্ণবারগুলো মোট ওজন ২ কেজি ৩০০ গ্রাম।

 

বুধবার (১০ মে) বিকেলের দিকে শার্শা উপজেলার খলশি বাজার থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- নওগাঁ জেলার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।  

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, খলশি বাজারে স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে পাচারকারীরা -এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দু’জন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করলে স্বর্ণের ছোট-বড় ৯টি বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ টাকা।  

এছাড়া আটক ওই দুই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।