ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাটজাত পণ্যই হতে পারে পলিথিন-প্লাস্টিকের বিকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ১১, ২০২৩
পাটজাত পণ্যই হতে পারে পলিথিন-প্লাস্টিকের বিকল্প বক্তব্য দিচ্ছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত

চাঁদপুর: চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত বলেছেন, পলিথিনের বিকল্পও আমাদের ভাবতে হবে। একমাত্র পাটজাত পণ্যই হতে পারে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প, যা পরিবেশ বান্ধব।

সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে আসলে পরিষ্কার না।

বুধবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে চাঁদপুর মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ‘পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নাগরিক ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি প্লাস্টিক তৈরিতে ৩৮টি ক্যামিকেল ব্যবহার হয়। এর মধ্যে ৮ থেকে ১০টি ক্যামিকেল বেশি ক্ষতি হয়। একটি পলিথিন ৪ থেকে ৫শ বছর মাটির নিচে থাকতে পারে, পচে না। আর তা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। যার কারণে দেশে ক্যানসারের হার বাড়ছে। শিশুরাও এ ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের চারপাশে পলিথিন ও প্লাস্টিকে সয়লাব। পৃথিবীর অনেক দেশে এগুলো নিষিদ্ধ রয়েছে। ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। এ বিষয়ে শিক্ষকরা ভালো ভূমিকা রাখতে পারেন। কোনো দ্রব্য যদি নির্মূল করতে হয়, তাহলে তার উৎপাদন বন্ধ করতে হয়।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুনীর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ফোরামের সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।