ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
বগুড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু ফাইল ফটো

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে রহমত আলী জোহা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়সিং গ্রামে এ ঘটনা ঘটে।

জোহা ওই গ্রামের আলম বাদশা মণ্ডলের ছেলে এবং রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বাদশা মণ্ডলের বাড়ির উঠানে খড় বিছানো ছিল। বিকেলে আকাশে মেঘ দেখে তিনি স্ত্রীসহ খড়গুলো তুলে নিয়ে পালা করছিলেন। তাদের কাজে সহযোগিতা করছিল শিশু জোহা। এসময় বজ্রপাত হলে আহত হয় জোহা। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ৷ এ ঘটনায় শিশুটির বাবা আলম বাদশা ও মা সুন্দরি বেগম সামান্য আহত হন।  

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে গিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।