ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গাড়িচাপায় বাইকার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
আশুলিয়ায় গাড়িচাপায় বাইকার নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় ইসমাইল (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইসমাইল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেন ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।  

বিষয়টি কোনাবাড়ী হাইওয়ের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের জানানো হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ১২ মে, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।