ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ১২, ২০২৩
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে মো. ওবায়দুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে এ ঘটনা ঘটে।

ওবায়দুল ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খালে পড়ে যায় ওবায়দুল। পরে স্বজনরা খালে নেমে খুঁজতে থাকলেও তার কোনো সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে শিশুটি ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে শিশুটির মৃত্যুর বিষয়টি অবহিত করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইন অনুযায়ী স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।