ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২২ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৩৯০ গ্রাম গাঁজা, ৪৫৫ পিস ইয়াবা ও ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএমআই/এএটি