ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট: বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণী ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে ওই প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, এফসিএ এফসিএস এ এফ নেছার উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডলসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শতাধিক শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।