ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
কিশোরগঞ্জে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে উঠান বৈঠক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুরে (জুম্মার নামাজের পর) কিশোরগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর গ্রামের মো. আনিসুর রহমানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করে কিশোরগঞ্জ মডেল থানা।

বৈঠকে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে কর্ম পরিকল্পনা তুলে ধরেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ।

এছাড়া আলোচনায় অংশ নিয়ে ও মতামত ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ আরও অনেকেই। উঠান বৈঠকে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সবাই একযোগে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ কল্পে গ্রামে উঠান বৈঠক করা হয়েছে। নিয়মিত এ ধরনের উঠান বৈঠক করে জনসচেতনতায় কাজ করে যাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।