ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোখা মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
মোখা মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ফাইল ফটো

ঢাকা: সাইক্লোন মোখা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, সাইক্লোন মোখা আসছে।

আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি এবং এটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাইক্লোনের সময় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাময়িক কষ্টের চেয়ে মানুষের জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ।  

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। কতটা শক্তি নিয়ে মোখা উপকূলে আঘাত হানবে বা মোখার গতিপথ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ায় উপকূলের সঙ্গে কমছে এর দূরত্ব। বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এটি। সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার, টেকনাফ, উখিয়া।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমইউএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।