ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সংঘর্ষে নারীসহ আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আড়াইহাজারে সংঘর্ষে নারীসহ আহত ২০ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থলসহ আশপাশের ভূমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

শনিবার (১৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে বিশনন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জমির আলী গাজীপুরা এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আলাউদ্দিনের সমাধিস্থলসহ সংলগ্ন মাদরাসা  ও এতিমখানা বাঁশ দিয়ে চারিদিকে বেড়া দেয়। এ নিয়ে গাজী পরিবার ও জমির আলী পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাজী রনি থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ জমির আলী মেম্বারকে আটক করে নিয়ে আসে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা সমাধিস্থল থেকে বাঁশ সরিয়ে নেওয়ার শর্তে উভয়পক্ষ বৃহস্পতিবার লিখিত সম্মতি প্রদান করলে অভিযোগ মামলা হিসেবে করা হয়নি। শনিবার বিকেলে এ নিয়ে গাজীপুরা এলাকায় বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের লোকজন ও জমির কাগজপত্র নিয়ে সালিশে বসে। সালিশে মীমাংসা না হওয়ায় উভয় পক্ষের তিনজন করে থানায় আসার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়।

এদিকে সালিশ থেকে বের হয়ে জমির আলী মেম্বার ফের সমাধিস্থল ও মাদ্রাসা ও এতিমখানার ভূমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে বকুল (৪০), পারুল (৪০), মুসা(৩০), আলমগীর পাঠান (৩২), নাঈম পাঠান (২০), ছাব্বির (২০), জাকির হোসেন (৪৫), গাজী শফি (৫০), জামির আলী পাঠান (৫২), মনির হোসেনকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক অবস্থার কারণে হযরত আলী (৫০), আল আমিন (৪০), হারুল গাজীকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা গাজী আলাউদ্দিনের ভাই গাজী মাসুদ বলেন, জায়গাটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল  করে আসছি। তারা কবরসহ আমাদের জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বাধা দিলে জমির মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা চালায়।

জামির মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।