ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মোখা’র প্রভাব নেই কুয়াকাটায়, ফিরেছে স্বাভাবিকতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
‘মোখা’র প্রভাব নেই কুয়াকাটায়, ফিরেছে স্বাভাবিকতা

পটুয়াখালী: পটুয়াখালীর উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিটুষের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগে অবস্থান করছে।

এটি রোববার (১৪ মে) সন্ধ্যায় পায়রা সমুদ্র বন্দর অতিক্রম করেছে। তবে এখনও পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ‘মোখা’র প্রভাব পরেনি পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে। রৌদ্রজ্জল আকাশে কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। কুয়াকাটার হোটেল মোটেলগুলোতে ফিরতে শুরু করেছেন পর্যটক। সৈকতেও আনাগোনা বেড়েছে পর্যটকদের।

এখনও মৎস্য বন্দর আলিপুর মহিপুরের সব মাছধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মাহবুবা সুখী জানান, পটুয়াখালীতে আজ বিকেল তিনটায় ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

তিনি আরও জানান, আগামী দুইদিনে কোনো ভারী বৃষ্টিপাত হবে না, তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টা পরে তাপমাত্রা আরও বাড়তে পেতে পারে বলেও জানান তিনি।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নৌ চলাচলেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।