ঢাকা: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতের কারণে মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ কনস্যুলেটের যোগাযোগের মূল টাওয়ার পড়ে গেছে। এতে কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (১৪ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাখাইনের রাজধানী সিটুয়েরে অনেক ক্ষতি হয়েছে। যোগাযোগের মূল টাওয়ার পড়ে গেছে। আমাদের দূতাবাসের দপ্তরটি সমুদ্র থেকে ৭শ মিটার দূরে। কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু সেখানেই তারা আছেন। তবে এখন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যোগাযোগ স্থাপনে সময় লাগবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রবলভাবে আঘাত হানে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টিআর/এএটি