ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

৬ চোরের কাছে মিলল ৯ মোটরসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
৬ চোরের কাছে মিলল ৯ মোটরসাইকেল মোটরসাইকেল চোরচক্রের আটক হওয়া ৬ সদস্য

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোরচক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

আটকরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল মিয়া (৩২), একই এলাকার মারজুল রহমানের ছেলে সোহেল রানা (২৬), উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), কুমারি গ্রামের আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে জমির আলী (৩৫)।  

সংবাদ সম্মেলনে এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ মে) রাতে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আরও ৪ জনকে। উদ্ধার করা হয় আরও ৬টি চোরাই মোটরসাইকেল।  
চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণসহ তাদের আটক করা হয়।  

পুলিশ সুপার জানান, আটকদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেল প্রমাণ সাপেক্ষে মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।