ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফিলিং স্টেশনগুলো দুই দিন ধরে বন্ধ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফিলিং স্টেশনগুলো দুই দিন ধরে বন্ধ!

নারায়ণগঞ্জ: গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০টি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে কি কারণে এমনটি তা কর্তৃপক্ষ বলতে পারছে না।

সোমবার (১৫ মে) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এপথে চলাচলকারী সিএনজিচালিত বাস, গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও আরোহীরা।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেট্রো সিএনজি এন্ড ফিলিং স্টেশনের ম্যানেজারের মতিয়ার রহমান জানান, ২ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নির্দিষ্ট কারণ জানা নেই কেন বন্ধ আছে। শুধু আমার এখানে নয়, আশেপাশে যে কয়টি পাম্প রয়েছে সব খানেই এক অবস্থা।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।