ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বাস উল্টে নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
চুয়াডাঙ্গায় বাস উল্টে নিহত ১, আহত ১৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাসের সুপারভাইজার সাগর হোসেন (২৫)।

আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।  

মঙ্গলবার (১৫ মে) রাত পৌঁনে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ইসলাম পাড়ার তাহসান ইসলাম বাবু কসাইয়ের ছেলে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের নুর ইসলামের ছেলে আল আমিন (২৪), একই এলাকার মৃত সেলিমের ছেলে আলিম (২৪), চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার আকসেদ আলীর ছেলে গোলাম আজম পিনা (৬২), একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৬৫), সুমিরদিয়ার নীলার মোড় এলাকার কটার মেয়ে মেহেরুন (৬২), দর্শনা কেরুজ পাড়ার মিনারুলের ছেলে তারেক (২১), একই এলাকার রুস্তম আলীর ছেলে নাহিদ ফেরদৌস (৩৫), দামুড়হুদার জয়রামপুরের ফরজ আলীর ছেলে মিরাজ (১৯), জীবনগগরের বদিনাথপুরের জিদার হোসেনের ছেলে শরিফুলসহ (৩৩) অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পূর্বাশা পরিবহনের একটি নৈশকোচ। যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার পার হলেই রাস্তার ওপর পড়ে থাকা পিচ্ছিল কাদায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারায়। রাস্তা থেকে ছিটকে ডান পাশের একটি খাদে পড়ে উল্টে যায় কোচটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের সুপারভাইজার সাগর। আহত হন বাসের অধিকাংশ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্সের সদস্যরা। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও ঝিনাহদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুতর আহত ও বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত আছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। একজন ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করা হয়েছে। বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উল্টে পড়ে আছে। উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।