ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার স্বামী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ঝিনাইদহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার স্বামী 

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী সীমা খাতুনকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

মঙ্গলবার (১৬ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১৩ তারিখে ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম ইট ও হাতুড়ি দিয়ে সীমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমা খাতুনের মৃত্যু হয়।  

এ ঘটনায় ওই দিনই নিহতের পিতা কামাল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে আরাপপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।