ঢাকা: রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ আসমা বেগম নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।
সোমবার (১৫ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার কদমতলী থানার পূর্বধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ আসমাকে গ্রেপ্তার করা হয়।
আসমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় আরও ফেনসিডিলের আরও মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে আরও ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আসমা দীর্ঘদিন ধরে ফেনসিডিল নিজ হেফাজতে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি আনিচ উদ্দীন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
পিএম/আরআইএস