ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মে ১৭, ২০২৩
বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাট: বাগেরহাটে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় অজয় ভট্টাচার্য (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৬টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পরপর স্থানীয় উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহত অজয় ভট্টাচার্য রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্যের ছেলে।  
নিহতের ভাই অঞ্জন ভট্টাচার্য বলেন, আমার ভাই অজয় ভট্টাচার্য সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এসময় বাগেরহাটগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। বাস আমাদের সব শেষ করে দিল।
 
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান বলেন, এখন ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।