ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বরিশালে গাঁজাসহ কারবারি আটক

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে হাসিম মোল্লা (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ২ কেজি গাঁজা।

আটক হাসিম মোল্লা ঝালকাঠির রাজাপুর উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকান্দার মোল্লা।

শুক্রবার (১৯ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানায়, নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পাড় গোলচত্ত্বর এলাকা থেকে হাসিমকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা। এ সময় তার কাছে একটি স্কুল ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে ২ কেজি গাঁজা পাওয়া যায়।

আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএস/এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।