ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি: ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ মে) সকালে তজুমদ্দিন থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আ. রহিমকে গ্রেপ্তার করে।

সে ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর নাসরিন গ্রামের জেবল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার পুলিশ রোববার সকালে কৌশলে রাখাল সেজে উপজেলার চর জহির উদ্দিন থেকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. রহিমকে গ্রেপ্তার করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেপ্তারকৃত আসামি আ. রহিমকে রোববার দুপুরের পর ভোলার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।