ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পাওয়া যাবে জনবান্ধব ভূমিসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
আড়াইহাজারে পাওয়া যাবে জনবান্ধব ভূমিসেবা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২২ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজারের সাবরেজিস্ট্রার আলী আজগর, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল জব্বার।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশার (ভূমি) পান্না আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ।  

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার বলেন, সাধারণ মানুষের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা ভূমিসেবা পেতে আমাদের সহায়তা নিতে পারেন। দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।  

তিনি বলেন, মানুষকে সেবা দিতে নামজারি প্রক্রিয়া আরও সহজ করতে হবে। সঙ্গে কমাতে হবে ভূমি মামলার জটিলতা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।