ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

হালুয়াঘাটে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
হালুয়াঘাটে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে মালবাহী ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে চালক মো. তানভীর আহম্মেদ রনি (২২) নিহত হয়েছেন।  

সোমবার (২২ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ধারা বাজার সড়কের গাঙ্গিনাপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তানভীর আহম্মেদ রনি উপজেলার গাজিরভিটা শিমুলকুচি এলাকার আব্দুর রশিদের ছেলে।

হালুয়াঘাট থানায় উপ-পরিদর্শক (এস.আই) সুমন চন্দ্র রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ট্রাক্টরটি ধারা বাজার থেকে হালুয়াঘাট সড়কে যাওয়ার পথে গাঙ্গিনাপাড় নামক স্থানে এসে হঠাৎ উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক রনি ওই ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।