ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আশুলিয়ায় ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক ৩ 

ঢাকা: ঢাকার আশুলিয়া এলাকা থেকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

অঅটক মাদক কারবারিরা হলেন- মো. মানিক হোসেন (৩৫), মো. মাহবুর রহমান (৩১) ও মো. মহিবুর (২৬)।

 

বুধবার (২৪ মে) সকালে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।  

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলো।

আটক মাদক কারবারিদের নামে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।