ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২০০ চায়না দুয়ারি জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
চাঁদপুরে ২০০ চায়না দুয়ারি জাল জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্টগার্ড। দুয়ারি জাল মূলত ছোট মাছ ধরার এক ধরনের বিশেষ ফাঁদ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে জব্দ জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

এর আগে, কোস্টগার্ড চাঁদপুর ও সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব জালগুলো জব্দ করে।

অভিযানে অংশগ্রহণকারী জেলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন খবর পেয়ে জেলা শহরের পালবাজার সংলগ্ন ওভার ব্রিজ এলাকায় যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্যানগাড়িতে করে পরিবহনের সময় নতুন ২০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালগুলোর সঙ্গে মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম ও কোস্টগার্ড টহল সদস্য।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।