ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রযুক্তিগত অপরাধ শনাক্তে বিশেষ প্রশিক্ষণ পুলিশ কর্মকর্তাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
প্রযুক্তিগত অপরাধ শনাক্তে বিশেষ প্রশিক্ষণ পুলিশ কর্মকর্তাদের

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তন হয়েছে। সময়ের প্রয়োজনে প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষিত, সুশিক্ষিত ও আধুনিক পুলিশ হতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি প্রধান কার্যালয়ে ১৫ দিনের প্রশিক্ষণ কোর্স শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিআইডির ফরেনসিক ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস কোর্সটি সম্পন্ন হয়।

এই প্রশিক্ষণ পুলিশের প্রযুক্তিগত অপরাধ তদন্তে বিশেষ ভূমিকা রাখবে এবং তদন্ত কার্যক্রমকে বেগবান করবে উল্লেখ করে সিআইডি প্রধান বলেন, ডিজিটাল তদন্তের পথিকৃৎ ফরেনসিক ট্রেনিং সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণে অপরাধী শনাক্ত করতে বিভিন্ন প্রকার সফটওয়্যার, অ্যানালাইটিকাল টুলস্, আইপিডিআর, ডার্কনেট, মোবাইল ফাইন্যান্সিয়াল ক্রাইম, ডিজিটাল ম্যাকানিজমসহ তদন্তের প্রয়োজনে অপরাধী শনাক্ত করতে যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কোর্সে পুলিশের বিভিন্ন ইউনিটের ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট প্রদান করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

এ সময় অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ, সিআইডির অতিরিক্ত ডিআইজি (রংপুর বিভাগ) মো. কামরুল আহসান, ফরেনসিক ট্রেনিং সেন্টারের বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০, মে ২৫, ২০২৩ 

পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।